শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের কম্বল বিতরণ 

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের কম্বল বিতরণ 

কয়েক দিন যাবত সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ছিন্নমূল মানুষকে রক্ষা করতে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। 

গত শনিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় শহরের সুলতানপুরসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজীব তালুকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, নুসরাত জাহান প্রমুখ।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজীব তালুকদার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 

টিএইচ